Title
নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
Details
নোয়াখালী জিলা স্কুল মাঠে রবিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের মাইজদীতে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিপিএম-পিপিএম সেবা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন। সভায় মেলার মূল বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রউফ মণ্ডল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস।
মেলায় ৫টি প্যাভিলিয়নের পাশাপশি সরকারি ও বেসরকারি ৬২টি প্রতিষ্ঠানের স্টল বসে। এসব স্টলের মাধ্যমে ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এ মেলা চলবে।