Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ত্রিরত্নশরণ বিহার
বিস্তারিত

ত্রিরত্ন শব্দের অর্থ ‘বুদ্ধ’, ‘ধর্ম’, ‘সংঘ’ আর “বিহার” বা “প্যাগোডা” বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ের নাম। নোয়াখালী জেলার সো্নাইমুড়ী পৌরসভার অন্তর্গত কৌশলারবাগ গ্রামে “ত্রিরত্নশরণ বিহার” নামে একটি উপাসনালয় রয়েছে।

তৎকালীন তালুকদার নন্দকুমার চৌধুরী ও শ্যামাচরন চৌধুরী ভ্রাতৃদ্বয় প্রতাপ নারায়ণ স্টেটের ভূমিতে বাংলা ১৩৩৬ সনে উক্ত বিহারটি নির্মাণ করেন।
প্রতিষ্ঠাতা নন্দকুমার চৌধুরীর পুত্র এডভোকেট ক্ষিতিশ চন্দ্র চৌধুরী কোলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পত্রযোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট উক্ত বিহারের নামকরণের অনুরোধ করলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একখানা পত্রযোগে তৎকালীন বিহার প্রতিষ্ঠাতার নিকট উক্ত উপাসনালয়ের নামকরণ কারেন “ত্রিরত্নশরণ বিহার”।

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্ত চিঠিখানি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে বিনষ্ট হয়ে যায়।

আয়তনের দিক থেকে বিহারটি ছোট হলেও এটাতে প্রাচীন আমলের কারুকার্যখচিত স্থাপত্যশৈলীর চমৎকার নিদর্শন রয়েছে। তৎকারণে ত্রিরত্নশরণ বিহার নিঃসন্দেহে ঐতিহ্যের দাবিদার।