Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্যালারী

 

শ্রেণী : ঔষধ না মাদক ইয়াবা প্রধান উপাদান মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইন।, এটি ঔষধ না মাদক তা বিচার্য বিষয়।

প্রকারভেদ:ঢাকায় তিন ধরনের ইয়াবা পাওয়া যায়। প্রথম ধরনের ইয়াবা ট্যাবলেটের বেশির ভাগ সবুজ বা গোলাপি রঙের হয়।এর ঘ্রাণ অনেকটা বিস্কুটের মত হয়ে থাকে। দ্বিতীয় ধরনের ইয়াবা ট্যাবলেট এর দাম তুলনামূলকভাবে কম। কিন্তু এটিও নেশা সৃষ্টিতে ভূমিকা রাখে। তৃতীয় ধরনের ট্যাবলেটি আরও সস্তা এবং নেশায় আষক্তদের নিকট এটি ভেজাল বলে পরিচিত। ইয়াবা সেবনকারীদের মধ্যে প্রচলিত ধারণা অনুসারে,  চিতা নামের পিলটি সবচেয়ে নিম্নমানের ইয়াবা পিল হিসেবে গণ্য হয়। এর গায়ে ক্ষুদ্রচিহ্ন থাকে। অন্যদিকে গোলাপজল নামের ইয়াবা পিলকে উচ্চমান পিল হিসেবে গণ্য করা হয়। ইয়াবা পিলের গায়ে ইংরেজি ডাব্লিউ ওয়াই(WY) লেখা থাকে। ওয়াই(Y) লেখার ধরণ দীর্ঘ হলে এবং ইয়াবার রঙ পুরো পুরিগোলাপি হলে ধারণা করা হয় সেটি ইয়াবা হিসেবে ভাল মানের।

বিস্তারিত................