শিরোনাম
নান্দিয়াপাড়া পূর্ব বাজার জামে মসজিদ
ইতিহাস
<p style="text-align: justify;">মসজিদ <span class="mw-redirect">মুসলমানদের</span> দলবদ্ধভাবে <span class="mw-redirect">নামাজ</span> পড়ার জন্য নির্মিত স্থাপনা। শব্দটির উৎপত্তি আরবি "মসজিদ" থেকে, যার আভিধানিক অর্থ <i>শ্রদ্ধাভরে মাথা অবনত করা</i> অর্থৎ <i>সিজদাহ করা</i> । সাধারণভাবে, যেসব ইমারত বা স্থাপনায় মুসলমানেরা একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত <span class="mw-redirect">নামাজ</span> আদায় করেন, তাকে মসজিদ বলে। আবার যেসব বড় আকারের মসজিদগুলো নিয়মিত নামাজের সাথে সাথে শুক্রবারের <span class="new">জুম'আর</span> নামাজ আদায় হয় এবং অন্যান্য ইসলামিক কার্যাবলী (যেমন: <span class="mw-redirect">কোরআন</span> শিক্ষা দেওয়া) সম্পাদিত হয়, সেগুলো <i>জামে মসজিদ</i> (مسجد جامع) নামে অভিহিত। ইমাম নামাজের ইমামতি করেন বা নেতৃত্ব দেন।</p><p style="text-align: justify;">মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। এখানে প্রার্থণা করা ছাড়াও শিক্ষা প্রদান, তথ্য বিতর়ণ এবং বিরোধ নিষ্পত্তি করা হয়।</p><p style="text-align: justify;">মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে, সেই সপ্তম শতাব্দির সাদাসিধে খোলা প্রাঙ্গনবিশিষ্ট <span class="new">মসজিদে কাবা</span> বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু <span class="new">মিনার</span> এবং বৃহদাকার প্রাঙ্গন দেখা যায়। মসজিদের উৎপত্তি আরব উপদ্বীপে হলেও বর্তমানে তা পৃথিবীর সব দেশেই ছড়িয়ে পড়েছে।</p>