সোনাইমুড়ী উপজেলা নোয়াখালী জেলার একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদে সবর্প্রথম ২৬.১.২০০১ খ্রিঃ প্রশাসনিক থানা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সোনাইমুড়ী বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল কখন এটি উপজেলা হিসেবে বাস্তবে রুপ লাভ করবে। গত ২৯.১.২০০৫ খ্রিঃ অনুষ্ঠিত নিকারের ৬৯১তম সভায় বেগমগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে একটি নতুন প্রশাসনিক উপজেলার সৃষ্টি হয়। ২৪.৫.২০০৫ খ্রিঃ হতে উপজেলা নির্বাহী অফিসার যোগদানের মাধ্যমে নবগঠিত উপজেলার কাযর্ক্রম শুরু হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস