Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স-এ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ।
বিস্তারিত

স্মারক নং: ০৫.৪২.৭৫০০.০১৫.৫০.০০১.১৯.৯                                           তারিখ: ১১ জানুয়ারি ২০২১

 

বিষয়:  মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স-এ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ।

 

     উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন প্রকল্পের (বিশেষ করে আশ্রয়ণ প্রকল্প) অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আগামী ২০ জানুয়ারি ২০২১ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (সকল), নোয়াখালী এর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স (সম্ভাব্য) অনুষ্ঠিত হবে।

 

     এমতাবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স-এ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (সকল), নোয়াখালী’তে ইনফো সরকার ২য় পর্যায় প্রকল্পের মাধ্যমে স্থাপিত ইন্টারনেট সংযোগসমূহ পরীক্ষাপূর্বক সচলকরণ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা জরুরিভিত্তিতে গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 

Assistant Manager, Implementation and Operation, Fiber@Home Ltd (NTTN, IIG and ITC Operator), Regional Office, Noakhali. Mobile: +8801999-075618

স্বাক্ষরিত/-

১১-০১-২০২১

মোঃ নোমান হোসেন

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)

ফোন: ০৩২১-৬১১৬৬

ইমেইল: adceduictnoakhali@mopa.gov

 

 

স্মারক নং: ০৫.৪২.৭৫০০.০১৫.৫০.০০১.১৯.৯                                           তারিখ: ১১ জানুয়ারি ২০২১

সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলো:

১) নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকা
২) জেলা প্রশাসক, নোয়াখালী
৩) উপজেলা নির্বাহী অফিসার (সকল), নোয়াখালী
৪) প্রোগ্রামার (ভারপ্রাপ্ত), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, নোয়াখালী
৫) সহকারী প্রোগ্রামার (সকল), নোয়াখালী [ইনফো সরকার ২য় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদানকারী/মেইনটেনেন্স কাজে নিয়োজিত কোম্পানী Assistant Manager, Fiber@Home Ltd, Regional Office, Noakhali-এর সাথে যোগাযোগ পূর্বক নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হলো]
৬) অফিস নথি
 

 

স্বাক্ষরিত/-

১১-০১-২০২১

মোঃ নোমান হোসেন

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)

 

প্রকাশের তারিখ
11/01/2021
আর্কাইভ তারিখ
21/01/2021