Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা ইনোভেশন কমিটির সেপ্টেম্বর’২০২০ মাসের সভার নোটিশ: Zoom অ্যাপের মাধ্যমে (মিটিং আইডি-781 005 4777, পাসওয়ার্ড-12345)
বিস্তারিত
বিষয়: জেলা ইনোভেশন কমিটি এর সেপ্টেম্বর/২০২০ মাসের সভা সংক্রান্ত।
 
    উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে ZOOM Cloud Meetings অ্যাপের মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখ সোমবার দুপুর ১২:০০ টায় জেলা ইনোভেশন কমিটি এর সেপ্টেম্বর/২০২০ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হবে।

    এমতাবস্থায়, উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত মিটিং আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত তারিখ ও সময়ে সংযুক্ত হয়ে সভার কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

ZOOM Cloud Meetings ID

Password

781 005 4777

12345

 

সভার আলোচ্য বিষয়:
০১. সভা আয়োজন ও সভার কার্যবিবরণী প্রেরণ;
০২. জেলা ও উপজেলার বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন নির্দেশিকা, ২০২০-২০২১ অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
০৩. ২০১৯-২০ অর্থবছরের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে গৃহীত ৩১টি নতুন ইনোভেশন প্রকল্প/আইডিয়ার মধ্যে জেলা ইনোভেশন টিম এর মাসিক সভার কার্যবিবরণী’তে অন্তর্ভুক্ত ১৬টি ইনোভেশন প্রকল্প/আইডিয়ার মাসিক বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন ‘ছক’ মোতাবেক প্রেরণ; 
০৪. ২০২০-২১ অর্থবছরের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহের সেবায় গৃহীত নতুন উদ্ভাবনী ধারণা/উদ্যোগসমূহের তথ্য প্রেরণ; এবং
০৫. ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদকরণ, ফেইসবুক পেজ, গ্রুপ এবং ই-মেইল সক্রিয়করণ।
প্রকাশের তারিখ
24/09/2020
আর্কাইভ তারিখ
30/09/2020